গত ৩১ দিনে রংপুর বিভাগে ৩৪ নারীসহ ৪৬৯ জনের মৃত্যু হয়েছে
রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে ২১ জন মারা গেছে। এর মধ্যে ১৬ জন করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। বাকি ৫ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।একই সময়ে ৮৮৪ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে ২২৩ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে রংপুর বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯২৩ জনে। গত ৩১ দিনে রংপুর বিভাগে ৩৪ নারীসহ ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার ২৬.৩৬%।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছে। করোনাভাইরাসে আক্রান্ত মৃতদের মধ্যে রংপুরে ৫ জন, ঠাকুরগাঁয়ে ৩ জন, পঞ্চগড়ে, দিনাজপুর ও নীলফামারীতে ২ জন এবং কুড়িগ্রাম ও গাইবান্ধায় ১ জন করে রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘন্টায় কোভিড শনাক্তদের মধ্যে রংপুরে ৭৮ জন, নীলফামারীতে ১৪ জন, লালমনিরহাটে ২৩ জন, কুড়িগ্রামে ৪৭ জন, ঠাকুরগাঁয়ে ১৬ জন, দিনাজপুরে ৩৫ জন এবং গাইবান্ধায় ২০ জন রয়েছেন।
প্রসঙ্গত, এখন পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে ২,১৬,৫৭১ জনের। এদের মধ্যে ৪৪,১৭৩ জন করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৩,৮৪১ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, সীমান্তবর্তী দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলায় এবং বিভাগীয় শহর রংপুরে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১২,৬২৯ জন, রংপুরে ৯, ৮১৫ জন, পঞ্চগড়ে ২,৬৯৩ জন, নীলফামারীতে ৩,৫৩৭ জন, লালমনিরহাটে ২,২১৫ জন, কুড়িগ্রামে ৩,৪৭২ জন, ঠাকুরগাঁয়ে ৬,০৩২ জন এবং গাইবান্ধায় ৩,৮৮০ জন। স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক পরিধান না করায় প্রতিদিন সংক্রমণ বাড়ছে বলেও জানান তিনি।
মতামত দিন