ঢাকার বাইরের শ্রমিকদের ৫ আগস্টের আগে পোশাক কারখানায় যোগ দেওয়ার কোনও বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ঢাকার বাইরের শ্রমিকদের ৫ আগস্টের আগে পোশাক কারখানায় যোগ দেওয়ার কোনও বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, "শ্রমিকদের চাকরি চলে যাওয়া নিয়ে কোন চিন্তা করতে হবেনা। পোশাক কারখানার মালিকদের সাথে আমাদের আলোচনা হয়েছে।"
শুক্রবার (৩০ জুলাই) দিন গত রাতে একাত্তর টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, "পোশাক কারখানার মালিকদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন, শুধু ঢাকায় অবস্থানরত শ্রমিকরা কাজে যোগদান করবে। ঢাকার বাইরের কেও আসবেনা। কোন গনপরিবহন চলাচল করবেনা। ঢাকার বাইরের শ্রমিকরা যে যেখানে আছে সে সেখানেই অবস্থান করবেন।। ৫ আগস্টের পর শ্রমিকরা পর্যায়ক্রমে কারখানার কাজে যোগদান করবেন।"
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, "আমাদেরকে অর্থনীতির কথাও মাথায় রাখতে হবে। রফতানিমুখী শিল্পের মধ্যে গার্মেন্টস অন্যতম। ৪০ থেকে ৫০ লাখ শ্রমিক এ খাতে কাজ করে। বাইরে থেকে অর্ডার নিতে হয়। অর্ডার বন্ধ হয়ে গেলে শিল্প ঝুঁকির মধ্যে পড়বে। অসংখ্য মানুষ কাজ হারাবে।"
মতামত দিন