বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ভারী বৃষ্টিতে উপকূলীয় তিন জেলায় মৎস্য ঘেরে ১০৮ কোটি টাকার ক্ষতি হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ভারী বৃষ্টিতে উপকূলীয় তিন জেলায় মৎস্য ঘেরে ১০৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। খুলনার নিম্নাঞ্চল পানিতে ডুবেছে। দুর্ভোগে পড়েছে মানুষ। ২০০ হেক্টর আমন বীজতলা নষ্ট হয়েছে। অনেক ঘর-বাড়ি ও সড়ক নিমজ্জিত হয়েছে পানিতে।
শুক্রবার (৩০ জুলাই) খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক রাজ কুমার বিশ্বাস বলেন, "টানা বৃষ্টিতে খুলনা বাগেরহাট সাতক্ষীরার মৎস্য ঘের তলিয়ে গেছে। এতে ১০৮ কোটি টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।"
দাকোপের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, জোয়ারের প্রভাবে নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে দেড় থেকে দুই ফুট বেড়েছে।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, "বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন উপকূলীয় এলাকার ৫০ হাজারের বেশি পরিবার। ভেসে গেছে ১৭ হাজার ঘের ও পুকুরের মাছ। এতে চাষিদের ক্ষতি হয়েছে প্রায় ১১ কোটি টাকা।"
চুলকাঠি এলাকার সাইদুল মীর বলেন, "বৃষ্টিতে ঘেরের পাড় ও ভিটায় সব জায়গায় পানি উঠে গেছে। শসা, ঢেঁড়স, পেঁপে ও লাউসহ সব ধরনের গাছ পানিতে ডুবে গেছে। এভাবে দুই-একদিন থাকলে গাছগুলো যাবে।"
মতামত দিন