আগামীকাল ৩১ জুলাই শনিবার ও ৪ আগস্ট বুধবার দেশে আসছে অক্সফোর্ডের আরও ১৩ লাখ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন
আগামীকাল ৩১ জুলাই শনিবার ও ৪ আগস্ট বুধবার দেশে আসছে অক্সফোর্ডের আরও ১৩ লাখ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে বাংলা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সুত্র টিকা আসার বিষয়টি জানায়।
সুত্র জানায়, আগামী বুধবারের (৪ আগস্ট) মধ্যেই দেশে আসছে ১৩ লাখ ডোজ কোভিশিল্ড টিকা।। অক্সফোর্ডের এই ১৩ লাখ টিকা বৈশ্বিক টিকা জোটের কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে দেশে আসবে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ড. শামসুল হক বলেন, "কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে এই ১৩ লাখ টিকা দু'টি চালানে করে দেশে আসবে। প্রথম চালান আসবে শনিবার এবং দ্বিতীয় চালান আসবে বুধবার।"
প্রসঙ্গত, বৈশ্বিক টিকা জোট কোভ্যাক্সে টিকা দুইভাবে সংগ্রহ করা হয়। প্রথমত, বিভিন্ন দেশ তাদের প্রতিশ্রুতি কোভ্যাক্সকে টিকা কিনে দেয়। দ্বিতীয়ত, বিশ্বের বিভিন্ন দেশ কোভ্যাক্সকে টিকা কিনতে টাকা দেয়। ওই অর্থ দিয়ে কোভ্যাক্স প্রয়োজন অনুযায়ী টিকা কিনছে।
মতামত দিন