১ নং ফেরিঘাট এলাকার মজিদ শেখের পাড়ার ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে শুরু হওয়া ভাঙন অব্যাহত রয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১ নং ফেরিঘাট এলাকায় মজিদ শেখের পাড়ায় পদ্মায় ফের ভাঙন শুরু হয়েছে। এর আগে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার এনজিএল ইটভাটা এলাকায় কংক্রিট দিয়ে নির্মিত সিসি ব্লকের ১৫০ মিটার অংশে ব্যাপক ভাঙন দেখা দেয়।
সরেজমিনে শুক্রবার (৩০ জুলাই) সকালে দৌলতদিয়া এলাকায় দেখা যায়, দৌলতদিয়া লঞ্চঘাট ও ১ নং ফেরিঘাট এলাকার মজিদ শেখের পাড়ার ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে শুরু হওয়া ভাঙন অব্যাহত রয়েছে।
এদিকে ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম প্রমুখ।
স্থানীয় বাসিন্দা চাঁন্দু মোল্লা বলেন, “অব্যাহত পদ্মার ভাঙন রোধে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড। কয়েক বছর ধরে শুনে আসছি ভাঙন রোধে কাজ করা হবে। কিন্তু কিছুই হয়নি।”
স্থানীয় হানেফ মন্ডল বলেন, “কয়েক বছর আগে ৪-৫ কিলোমিটার দূরে ছিল পদ্মা নদী। তখন থেকে শুনে আসছি, ভাঙন রোধে কাজ শুরু হবে। বালুর বস্তা ফেলা ছাড়া এখানে কোনো কাজ হয়নি।”
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন বলেন, “আমরা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
মতামত দিন