বৃহস্পতিবার দিবাগত রাত ১.১৫ মিনিটে দ্বিতীয় ফ্লাইটে এবং শুক্রবার ভোর ৪.১৫ মিনিটে তৃতীয় ফ্লাইটে যথাক্রমে ১০ লাখ করে আরও ২০ লাখ ডোজ দেশে এসে পৌঁছুনোর কথা রয়েছে
চীনের সঙ্গে চুক্তির আরও ১০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সোয়া ১০ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকের বরাতে এ তথ্য জানিয়েছে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন।
অন্যদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১.১৫ মিনিটে দ্বিতীয় ফ্লাইটে এবং শুক্রবার ভোর ৪.১৫ মিনিটে তৃতীয় ফ্লাইটে যথাক্রমে ১০ লাখ করে আরও ২০ লাখ ডোজ দেশে এসে পৌঁছুনোর কথা রয়েছে বলে ঢাকা ট্রিবিউনকে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার সাজ্জাদ।
প্রসঙ্গত, চুক্তি অনুযায়ী চীনের কাছ থেকে কেনা সিনোফার্মের তৃতীয় চালান এটি। এর আগে দুই চালানে চীনের সিনোফার্মের ৪০ লাখ টিকা এসেছে এবং উপহারে হিসেবে এসেছে আরও ১১ লাখ ডোজ।
মতামত দিন