২৫ জুলাই কোভিডের নমুনা পরীক্ষার পর তার ফলাফল পজিটিভ আসে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবুল মাল আবদুল মুহিতকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, "উনার শারীরিক অবস্থা ভালো। তবে সতর্কতার জন্য উনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।"
এর আগে এ মাসে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয় সাবেক অর্থমন্ত্রীর। পরে ২৫ জুলাই তার কোভিড নমুনা নেওয়া হয়। পরবর্তীতে তার ফলাফল পজিটিভ আসে।
মতামত দিন