আগামী ১ সেপ্টেম্বর থেকে এনবিআরের ওয়েবসাইট কিংবা মোবাইল ফোন ব্যবহার করেই আয়কর রিটার্ন দাখিল করা যাবে
অনলাইনে নতুন আয়কর রিটার্ন ব্যবস্থা চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আগামী ১ সেপ্টেম্বর থেকে এনবিআরের ওয়েবসাইট কিংবা মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনেই ২০২১-২২ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।
জানা যায়, ইতোমধ্যে এনবিআরের আয়কর শাখা পরীক্ষামূলকভাবে করদাতাদের গ্রহণযোগ্যতা ও ইন্টারনেটবিষয়ক একটি পরীক্ষা চালিয়ে এই সয়ংক্রিয় অনলাইন পদ্ধতিটির সফলতা পেয়েছে।
বিটিআরসির বায়োমেট্রিক ডেটাবেইস ব্যবহার করে করদাতাদের সত্যতা যাচাই করে ও ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সরবরাহ করবে এই অনলাইন পদ্ধতিটি।
ফলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করে ওয়েবসাইটে যেয়ে নিবন্ধন করলেই করদাতারা আয়কর সার্টিফিকেট, রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার ও টিআইএন সার্টিফিকেট যেকোনো সময় সংগ্রহ করতে পারবেন।
মতামত দিন