ফলে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০,২৫৫ জনে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০,২৫৫ জনে। এছাড়া একই সময়ে আরও ১৫,২৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫২,২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসময় শনাক্তের হার শতকরা ২৯.২১%।
এ পর্যন্ত কোভিডে দেশে মৃত্যুর হার ১.৬৫%। অদ্যাবধি সুস্থ হয়েছে ১০ লাখ ৫০ হাজার ২২০ জন। সুস্থতার হার ৮৫.৬৪%।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৬ জন, খুলনা বিভাগে ৪৫ জন, চট্টগ্রামে ৫৭ জন, রংপুরে ১১ জন, বরিশালে ১৪ জন, সিলেটে ১৪ জন, রাজশাহীতে ১৩ জন এবং ময়মনসিংহে ৯ জন মারা গেছেন।
২৫ বছর হলেই কোভিড টিকা
কোভিড টিকাদানের হারকে বাড়াতে সরকার এক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ৩০ বছর থেকে কমিয়ে ২৫ বছর করেছে। এখন থেকে ২৫ বছর বা তার বেশি বয়সের মানুষ সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র এ তথ্য জানিয়েছে।
টিকা নেওয়ার জন্য নিবন্ধনকরণের সুযোগ দিতে বাংলাদেশের আইসিটি বিভাগের চালু করা অফিশিয়াল অ্যাপটিও এই তথ্য জানিয়েছে।
এর আগে ১৯ জুলাই, টিকা নিবন্ধনের জন্য সরকার বয়সসীমা ৩৫ বছর থেকে কমিয়ে ৩০ বছর করেছে। যদি কেউ করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে চান তবে তাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে।
মতামত দিন