উদ্ধার করা হয়েছে কোটি টাকা মূল্যের হেরোইন
রোগী সেজে অ্যাম্বুলেন্সে করে হেরোইন পাচার করার সময় গাইবান্ধার পলাশবাড়ি থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে কোটি টাকা মূল্যের হেরোইন।
গ্রেফতারকৃতরা হলো- মো. বুলবুল আহম্মেদ ও মো. আজিজুর রহমান। তাদের বাড়ি রাজশাহী শহরে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে রংপুর নগরীর আলমনগর এলাকায় র্যাব ১৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ১৩ এর প্রধান কমান্ডার রেজা আহাম্মেদ ফেরদৌস। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, দুইজন মাদক ব্যবসায়ী একটি অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে মাদক নিয়ে রংপুর আসছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে র্যাব। বৃহস্পতিবার ভোরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের উপর জরুরী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট থেকে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করা হয়। এ সময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি করে দেখা যায় সেখানে একজন পঙ্গু ও তার সারা শরীরে টিউমার রয়েছে। এক পা হাঁটু থেকে বিচ্ছিন্ন বিধায় তাতে কৃত্রিম প্লাস্টিকের পা সংযুক্ত করা আছে। তল্লাশি করে তার কৃত্রিম প্লাস্টিকের পায়ের ভিতর হেরোইন ঢুকিয়ে পাচারের চেষ্টাকালে কোটি টাকা মুল্যের প্রায় আধা কেজি হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
রেজা আহাম্মেদ ফেরদৌস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা তারা স্বীকার করেছে। ইতোপূর্বেও তারা একই কৌশল অবলম্বন করে রাজশাহী থেকে রংপুরে হেরোইন পাচার করতে সক্ষম হয়েছিল বলে জানিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মতামত দিন