অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকার দ্বিতীয় ডোজ শিগগিরই দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকার দ্বিতীয় ডোজ শিগগিরই দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, "আমরা জাপান সরকারের কাছ থেকে কিছু অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছি। খুব দ্রুত দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।"
বুধবার (২৮ জুলাই) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম একথা বলেন।
তিনি বলেন, "দেশে প্রথম করোনাভাইরাসের টিকাদান শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে। কিন্তু মাঝখানে টিকা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন। ইতোমধ্যে আমরা জাপান সরকারের কাছ থেকে কিছু টিকা পেয়েছি এবং খুব দ্রুত দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণদের টিকা দেওয়া শুরু করবো।"
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আরও বলেন, "সরকারের বহুমুখী পদক্ষেপের কারনে আমরা আশাবাদী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আরও বেশি মাত্রায় পেয়ে যাবো এবং যারা অবশিষ্ট আছেন তাদের সবাইকে টিকা দিতে সক্ষম হবো।"
প্রসঙ্গত, এ বছরের ৭ ফেব্রুয়ারি দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকে প্রথম করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হলে প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ কিভাবে নিশ্চিত করা হবে এ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
মতামত দিন