গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে
রংপুর বিভাগে আবারো বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩ হাজার ১শ ৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৩৭ জনের কোভিড শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ২৭দিনে রংপুর বিভাগে ৩২ নারীসহ ৪১২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) করোনাভাইরাসে ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।
এদিকে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে রংপুরে ৪জন মারা গেছেন। এছাড়া পঞ্চগড়ে ২জন, লালমনিরহাটে ১জন, কুড়িগ্রামে ১জন, ঠাকুরগাঁয়ে ২জন দিনাজপুরে ১জন ও গাইবান্ধায় ১জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনাজপুরে সর্বোচ্চ করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২শ ৯জনের। এরপর রংপুরে ১৬১জন। এ নিয়ে রংপুর বিভাগে কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮শ ৬৬ জন। আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৯২ ভাগে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগের আট জেলায় কোভিড সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে কোভিড রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ২ হাজার ৪ হাজার ৯৫৪ জনের। এদের মধ্যে কোভিড পজিটিভ হয়েছেন ৪১ হাজার ৫শ ৮১জন। সুস্থ হয়েছেন ৩১ হাজার ৪৩৮ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও বিভাগীয় শহর রংপুরে কোভিড সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১৯৭ জন, রংপুরে ৯ হাজার ৯৩ জন এবং ঠাকুরগাঁয়ে পাঁচ হাজার ৭শ ৩৯ জন, কুড়িগ্রামে ৩হাজার ১শ ৩৫ জন।
মতামত দিন