বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, অগাস্ট মাসে দেশে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে
দেশে যেকোন সময়ের চেয়ে বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। মহামারি নিয়ন্ত্রণে লকডাউন ঘোষণা করলেও সংক্রমণ-মৃত্যু কোনোটিই কমছে না। গত ২৪ ঘন্টায় হয়েছে আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এরকম পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে আগামীকাল মঙ্গলবার (২৭ জুলাই) এক সভায় বসছে সরকার।
সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, অগাস্ট মাসে দেশে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে।
চলমান লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কি না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “তা মঙ্গলবারের সভায়ই ঠিক হবে।”
এর আগে মন্ত্রিসভার বৈঠকের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, “সংক্রমণ যে গতিতে ছড়াচ্ছে, তাতে এখন কঠোর বিধি-নিধেষের কোনো বিকল্প নেই। মানুষ যদি মাস্ক না পরে, সামাজিক দূরত্ব না মানে, ইট উইল বি অলমোস্ট ইমপসিবল।”
চলমান বিধি-নিষেধেও বেসরকারি অনেক প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমার সাথে গতকালকেও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজির সঙ্গে কথা হয়েছে। অফিসগুলোর কিছু মেশিন চালু রাখতে হয়। ওই টেকনিক্যাল (কর্মী) যায়-আসে। অনেক জিনিস আছে, সার্ভিসিং করতে হয়, এগুলো তারা করছে। এগুলো আমাদের মোবাইল কোর্ট চেকিং করছে।”
মতামত দিন