রংপুর বিভাগে করোনাভাইরাসের সংক্রমণের হার আবারো বেড়েছে একই সাথে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি অব্যাহত আছে
রংপুর বিভাগে করোনাভাইরাসের সংক্রমণের হার আবারো বেড়েছে একই সাথে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি অব্যাহত আছে। রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ দিনে বিভাগে ৩২ নারীসহ ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিভাগে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮শ ৩৮ জনে।
রবিবার (২৫ জুলাই) এ তথ্য জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় ৩ হাজার ৩শ ৬০ জনের নমুনা পরীক্ষার পর রেকর্ড ৯২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত দেড় বছরের মধ্যে এটাই সর্বোচ্চ শনাক্ত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তের হার বেড়ে ২৭ দশমিক ৩৮ ভাগে দাঁড়িয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রংপুর জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পঞ্চগড়ে ২ জন, লালমনিরহাটে ৩জন, কুড়িগ্রামে ১জন, ঠাকুরগাঁয়ে ৩জন, দিনাজপুরে ১০জন এবং গাইবান্ধায় ১জন মারা গেছেন।
রবিবার সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাস শনাক্ত হয়েছে রংপুরে ২০০ জনের, এরপর দিনাজপুরে ১৮২জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগের ৮ জেলায় করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে কোভিড রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে দু লাখ ২ হাজার ৪৭৬ জনের। এদের মধ্যে কোভিড পজিটিভ হয়েছেন ৪০ হাজার ৬৬ জন। সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯৭৪ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম বলেন, "সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট এবং বিভাগীয় শহর রংপুরে কোভিড সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৮৫ জন, রংপুরে ৮ হাজার ৭শ ৭৭জন এবং ঠাকুরগাঁওয়ে পাঁচ হাজার ৫শ ৪১ জন, কুড়িগ্রামে দুই হাজার ২শ ৯৭ জন।"
মতামত দিন