শুক্রবার আরও ১৬৬ জনের প্রাণহানি এবং ৬,৩৬৪ জনের নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন
বিগত কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা কমলেও, ৩০% সংক্রমণের হার এখনও ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে মহামারির রাজত্ব শেষ হতে এখনও অনেক সময় বাকি।
স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার (২৩ জুলাই) ১৬৬ জনের প্রাণহানি এবং ৬,৩৬৪ জনের নতুন করে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৮,৮৫১ এবং মোট আক্রান্ত হয়েছেন ১১, ৪৬, ৫৬৪ জন।
স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) মতে, সারাদেশে ২০,৪৯৩ টি নমুনা পরীক্ষা করে ৩১.০৫% আক্রান্তের হার পাওয়া গেছে। আট বিভাগের মধ্যে রাজধানী ঢাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গত ২৪ ঘন্টায় রাজধানীতে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন সর্বোচ্চ ৬০ জন।
এছাড়া খুলনা বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন মারা গেছেন।
অন্যদিকে, ঢাকায় সর্বোচ্চ ৩ হাজার ৬৯৮ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ঢাকার পর চট্টগ্রামে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১ হাজার ১৮৯ জন।
শুক্রবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিজিএইচএস প্রধান এ বি এম খুরশিদ আলম বলেন, “ছুটির আগে জুলাইয়ের প্রথম দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ খুব বেশি কার্যকর হয়নি। তবে সীমান্তবর্তী জেলাগুলোয় সংক্রমণ হ্রাস পেয়েছে।”
তিনি বলেন, ২৩ জুলাই থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের কঠোর লকডাউনের ফলাফল আগামী কয়েক দিনের মধ্যেই দৃশ্যমান হবে।
মতামত দিন