নিহত ইমরুল রাজধানী ঢাকার উত্তরা এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লোন্দা এলাকায় নানাবাড়িতে ঈদ-উল-আযহা উদযাপন শেষে নিজ বাড়িতে ফেরার পথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরুল কবির (২২) নিহত হয়েছেন। এসময় আরও হয়েছেন মাইক্রোবাসটির চালক মাহবুব হোসেন (৪২)।
বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শরীফবাড়ী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরুল রাজধানী ঢাকার উত্তরা এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জলাশয়ে পড়ে যায় মাইক্রোবাসটি।
এ দৃশ্য দেখে স্থানীয়রা এগিয়ে এসে চালকসহ যাত্রীদের জলাশয় থেকে উঠিয়ে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
গাড়িটি পানিতে পড়ার সাথে সাথে লাইজু বেগম জানালার গ্লাস ভেঙ্গে দ্রুত বাইরে বের হতে পারলেও সিট বেল্ট বাঁধা চালক ও ইমরুল অনেক চেষ্টা করেও সিটবেল্ট খুলতে পারেননি। ফলে তাদের মৃত্যু হয়।
ইমরুলের মামা সাহেদ সজিব বলেন, “ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে গত মঙ্গলবার বাবা-মায়ের সঙ্গে কলাপাড়া উপজেলার লোন্দা এলাকায় নানাবাড়িতে আসে ইমরুল। বৃহস্পতিবার বিকালে মাইক্রোবাসে করে নিজ বাড়িতে ফিরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।”
মতামত দিন