এ ঘটনায় ওই তরুণী শুক্রবার (২৩ জুলাই) দুপুরে একটি মামলা দায়ের করেছেন
গাজীপুরের টঙ্গীতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় টঙ্গীর ভরান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণী শুক্রবার (২৩ জুলাই) দুপুরে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন, টঙ্গীর ভরান এলাকার জয় (২৫), সৈকত (২৬) এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা এক যুবক।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর উত্তরার “কিং ফিসার রেস্টুরেন্ট এন্ড বার” এ সানজি নামে এক তরুণীর সাথে পরিচয় হয় ভুক্তভোগীর। পরিচয়ের সূত্র ধরে ওই তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে টঙ্গীতে আসতে বলে। ভুক্তভোগী ওই নারী রাত সাড়ে ১২টায় দিকে টঙ্গীর ভরান এলাকায় যায়। সেখানে আগে থেকেই অভিযুক্ত জয়, সৈকতসহ তাদের এক সহযোগী অবস্থান করছিল। পরে তারা গণধর্ষণ করে তাকে। সকালে অভিযুক্তরা ভুক্তভোগীকে ফেলে রেখে যায়।
তিনি আর জানান, ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ করলে শুক্রবার দুপুরে (২৩ জুলাই) একটি মামলা নেওয়া হয়েছে এবং তার স্বাস্থ্যপরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মতামত দিন