ঈদের কারণে নমুনা সংগ্রহ কম হওয়ায় শনাক্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়
রংপুর বিভাগে করোনভাইরাসের সংক্রমণের হার কমলেও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫২৬ জনের নমুনা পরীক্ষায় ২০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ২৩ দিনে বিভাগে ৩২ নারীসহ ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। তবে ঈদের কারণে নমুনা সংগ্রহ কম হওয়ায় শনাক্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
এদিকে রংপুর বিভাগের দুই করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৬টি আইসিইউ বেডের একটিও খালি নেই। রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০টি আইসিইউ বেডের ২টিতে ভেনটিলেটর নেই ফলে প্রকৃত আইসিইউ বেডের সংখ্যা ৮টি সেখানে রোগী ভর্তি আছে ৯ জন। অন্যদিকে দিনাজপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৬টি বেডের একটিও খালি নেই। রংপুরের করোনা হাসপাতালে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৩১ বেডে রোগী আছে ১৩০ জন এবং দিনাজপুরে করোনার রোগী ভর্তি আছে ১৬৯ জন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম আইসিইউ বেড খালি না থাকার কথা স্বীকার করেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ জন মারা গেছে। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন মারা গেছে। এ নিয়ে রংপুরে ২৪ ঘণ্টায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো সাত জনে। এছাড়া পঞ্চগড়ে একজন , ঠাকুরগায়ে তিন জন এবং দিনাজপুরে চার জন আক্রান্ত হয়ে মারা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
মতামত দিন