ঈদ-উল-আজহার নামাজ আদায় করে স্বজনদের সাথে গরু কোরবানি দিতে যান তিনি
বগুড়ার শাজাহানপুরে কোরবানি করার সময় পেটে গরুর লাথি লেগে নুরুল ইসলাম (৫০) নামে এক রাজমিস্ত্রি মারা গেছেন।
গতকাল বুধবার (২১ জুলাই) উপজেলার আড়িয়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে ঈদ-উল-আজহার নামাজ আদায় করে স্বজনদের সাথে গরু কোরবানি দিতে যান নুরুল ইসলাম। জবাইয়ের জন্য গরুকে মাটিতে শোয়ানোর চেষ্টা করলে গরুটি নড়াচড়া করতে থাকে। এক পর্যায়ে গরুটির লাথি নুরুল ইসলামের পেটে এসে লাগে আর তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরবর্তীতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান ও ইউপি সদস্য তাজুল ইসলাম এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন, নুরুল ইসলামের মৃত্যুতে তার পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন