গত ২৪ ঘন্টায় বিভাগে করোনাভাইরাসে মারা গেছেন ২১ জন, একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২০২ জনের দেহে
রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় দুই নারীসহ ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮ শ ৬৮ জনের নমুনা পরীক্ষায় ২০২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। অপরদিকে বিভাগের দুই করোনা ডেডিকেটেড হাসপাতালে খালি নেই আইসিইউ।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা, জাকিরুল ইসলাম আইসিইউ বেড খালি না থাকার কথা স্বীকার করেছেন। ডেডিকেটেড হাসপাতালে ১০টি আইসিইউ বেডের ২টিতে ভেনটিলেটর নেই ফলে প্রকৃত আইসিইউ বেডের সংখ্যা ৮টি সেখানে রোগী ভর্তি আছে ৯ জন। এছাড়া দিনাজপুরে করোনাভাইরাস ডেডিকেটেড হাসপাতালে ১৬টি বেডের একটিও খালি নেই।
রংপুরের করোনাভাইরাস হাসপাতালে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৩১ বেডে রোগী আছে ১৩৮ জন এবং দিনাজপুরে রোগী ভর্তি আছে ১৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন মারা গেছে। আক্রান্ত মারা গেছে ২ জন। এ নিয়ে রংপুরে ২৪ ঘণ্টায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো ৭ জনে। এছাড়া পঞ্চগড়ে ১ জন , নীলফামারীতে ৩ জন , ঠাকুরগাঁওয়ে ৫ জন এবং দিনাজপুরে ১ জন মারা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম।
এ নিয়ে রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮শ ৬২ জন। আক্রান্তের হার বেড়ে ২৩ দশমিক ২৭ ভাগে দাঁড়িয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৩০০ জনের। এদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন ৩৮ হাজার ৬১৮ জন। সুস্থ হয়েছেন ২৮ হাজার ৬৭১ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম বলেন, “সীমান্ত বর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং বিভাগীয় শহর রংপুরে করোনাভাইরাস সংক্রমণ আশাঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬১০ জন, রংপুরে ৮ হাজার ৪শ ৯৯ জন এবং ঠাকুরগাঁওয়ে ৫ হাজার ৩ শ ১৭ জন, কুড়িগ্রামে ২ হাজার ৮শ ৪০ জন। স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক পরিধান না করায় প্রতিদিন সংক্রমণ বাড়ছে।”
মতামত দিন