মোটরসাইকেল, নসিমন ও ভটভটির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হন
মেহেরপুরের মানিকনগর গ্রামে মোটরসাইকেল, নসিমন ও ভটভটির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বুধবার (২১ জুলাই) বেলা দুইটার দিকে মেহেরপুরের মুজিবনগরের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর মাঠপাড়ার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (১৮), একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে শামীম হোসেন (২০) ও গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মুস্তাকিম হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে একটি মোটরসাইকেল উপজেলার বাগোয়ান সড়ক থেকে মুজিবনগর সড়কে দ্রুতগতিতে ওঠে আসে। এ সময় মুজিবনগর কমপ্লেক্স থেকে ছেড়ে আসা একটি ভটভটির সঙ্গে এর মুখোমুখি ধাক্কা লাগে। পরে আরও একটি দ্রুতগতির মোটরসাইকেল সেখানে এলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় সোনাপুর গ্রামের দুই বন্ধু শাকিল ও শামীম ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুস্তাকিম মারা যান।
এ ঘটনায় আহত হন উমর ফারুক (২৯) ও রাকিবুল ইসলাম (২৩)। তাদেরকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাসেম জানান, মেহেরপুর-মুজিবনগর সড়ক দিয়ে দুটি মোটরসাইকেল ও একটি নছিমনের ত্রিমুখী সংঘর্ষে এই হতাহত হয়। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
মতামত দিন