মেট্রোরেলের ১০ টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ এমভি হরিজন
মেট্রোরেলের ১০ টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ এমভি হরিজন। এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন। গত ২ জুলাই জাপানের কোভে বন্দর থেকে ছেড়ে আসে এই বাণিজ্যিক জাহাজটি।
মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯ মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে নোঙ্গর করেছে।
কোরবানির ঈদের পরে কাস্টমস ও প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে জাহাজ থেকে বগী ও ইঞ্জিন খালাস করা হবে। পণ্য খালাসের জন্য মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে অবস্থান করছে মেট্রোরেলের মালামাল বহনকারী জাহাজটি।
পণ্য খালাসের পর নদীপথে ঢাকার দিয়া বাড়ী এলাকার মেট্রোরেলের জন্য নির্মিত ডিপোতে নিয়ে আসা হবে বলে জানা গেছে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের কন্ট্রাক্ট প্যাকেজ-০৮ এর প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান জানান, এখন থেকে এক-দেড় মাস পরপর নিয়মিত মেট্রোরেলের বগী ও যন্ত্রপাতি বন্দরে আসবে। ২০২১-২০২২ সালের মধ্যে এই প্যাকের আরও ১৩৮ টি রেলওয়ে মোংলা বন্দর দিয়ে আমদানি, ছাড়করন ও পরিবহণ করা হবে।
মতামত দিন