সম্প্রতি জঙ্গিদের তৎপরতা ও সক্ষমতা কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার
ঈদকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, "সম্প্রতি জঙ্গিদের তৎপরতা ও সক্ষমতা কিছুটা বেড়েছে। জঙ্গিদের বোমা তৈরির ক্যাপাবিলিটি বেড়েছে। তবে আমরা সম্প্রতি দুটি আস্তানায় অভিযান পরিচালনা করেছি। ফলে ঈদে জঙ্গি হামলার কোন আশঙ্কা নেই।"
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে কোরবানির ঈদের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, "আমি কমিশনার হওয়ার আগে রাজধানীর পাঁচটি চেকপোস্টে জঙ্গিরা হামলা চালায়। সেসব বোমা খুব বেশি শক্তিশালী ছিলনা। কিন্তু সম্প্রতি সময়ে উদ্ধার হওয়া বোমাগুলো অত্যন্ত শক্তিশালী। এগুলো বিস্ফোরণ ঘটালে ম্যাসাকার হয়ে যেতে পারে। তার মানে তাদের সক্ষমতা বেড়েছে।"
তিনি বলেন, "এ বিষয়ে আমাদের যারা কাজ করছেন তারা খুবই এক্সপার্ট। নিয়মিত গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। কোন ঘটনা ঘটার আগেই আমরা খবর পাচ্ছি। ডিএমপির সিটিটিসির পাশাপাশি এটিইউ, র্যাব কাজ করছে। তাই আমরা বলতে পারি, ঈদকে সামনে রেখে নিরাপত্তার কোন হুমকি আপাততো নেই।"
সম্প্রতি জঙ্গিবাদী তৎপরতা বাড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, "বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে বাইরে যাওয়ার সুযোগ কম, বিনোদনের সুযোগ কম। তাই অনেকেই ইন্টারনেটের বিভিন্ন জায়গা থেকে তথ্য-উপাত্ত পড়ছে। একসময় তারা জঙ্গিদের ট্র্যাপে পড়ে যায়।"
মতামত দিন