বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন
রাজবাড়ীতে বালিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে গাছের সাথে বেঁধে বসতবাড়ি ভাঙচুর ও পেটানোর অভিযোগ উঠেছে ছোট ভাইদের বিরুদ্ধে। রবিবার (১৮ জুলাই) সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বড়ভাই মুন্নাফ মল্লিক।
মুন্নাফ মল্লিক (৭১) ইসলামপুর ইউনিয়নের আছালত মল্লিকের ছেলে।
মুন্নাফ মল্লিক বলেন, “আমার আপন ছোট ভাই মো. জালাল মল্লিক (৫০), গোলাম মওলা (৫৫), আব্দুল আলিম মল্লিক (৪০) সাথে বসতভিটার জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। গত ১৫ জুলাই আমার বসতভিটায় আমার অংশে একটি ছাপড়া ঘর উত্তোলন করি। তখন আপত্তি না জানালেও রবিবার সকাল ৮ টার সময় তারা আমার ছাপড়া ঘর ভাঙতে শুরু করে। আমি বাধা দিলে আমাকে গাছের সাথে বেঁধে বাঁশের লাঠি দিয়ে মারধর করে এবং ঘর ভেঙ্গে ফেলে। আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে চলে যায়। তারা হুমকি দিয়ে বলে এরপর যখন ধরবো তোকে হত্যা করে বসত ঘরে আগুন জ্বালিয়ে দিবো।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খান জানান, এমন নির্দয়ভাবে একজন বৃদ্ধ মানুষকে পিটানোয় তিনি মর্মাহত।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান বলেন, “থানায় একটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মতামত দিন