হত্যা মামলায় গ্রেফতার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ হাসেম ও তার দুই ছেলে জামিন মঞ্জুর করেছেন আদালত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের জুস কারখানায় অগ্নিকান্ডে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ হাসেম ও তার দুই ছেলে জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৯ জুলাই) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিনের আবেদন করা হলে এ জামিন আবেদন মঞ্জুর করা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জামিন প্রাপ্তরা হলেন, সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম (৭০), ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসীব বিন হাসেম (৩৯), ডিরেক্টর তারেক ইব্রাহীম (৩৫)। গত ১৪ জুলাই সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের ছেলে তাওসিব ইব্রাহিম (৩৩) ও তানজিম ইব্রাহিম (২১) এর জামিন মঞ্জুর করেন আদালত।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান ঢাকা ট্রিবিউনকে জানান, দুপুরে আসামিপক্ষের আইনজীবী ছয় আসামির জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত এম এ হাসেম ও তার দুই ছেলের জামিন মঞ্জুর করেন।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের কৌঁসুলী অ্যাড. মো. মনিরুজ্জামান বুলবুল বলেন, “এ জামিনের অবশ্যই আমি বিরোধীতা করি। এখন আদালত জামিন দিয়েছে তবে আইনের কাছ কারও ছাড় নেই। এ ঘটনায় যারাই দোষী সাব্যস্ত হবে তাদের সকলকে আইনের আওতায় এনে বিচার করা হবে।”
এর আগে গত ৮ জুলাই অগ্নিকান্ডে ৫২ জন শ্রমিক নিহতের ঘটনায় শনিবার রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওইদিন দুপুরেই রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কারখানার চেয়ারম্যান এমএ হাসেমসহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।
ওইদিনই পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৪ দিনের রিমান্ড শেষে বুধবার জামিন আবেদন করা হলে এমএ হাসেমের ২ ছেলের জামিন মঞ্জুর করে এবং এমএ হাসেমহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। একইদিন কারখানটিতে শিশুশ্রমের বিষয়টি প্রমাণিত হওয়ায় বুধবার সন্ধ্যায় কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা শ্রম পরিদর্শক সৈকত মাহমুদ বাদী হয়ে শ্রম আদালতে একটি মামলা করেন।
এদিকে গত ১৭ জুলাই শনিবার থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জুস কারখানায় অগ্নিকান্ডে ৫২ জনের নিহতের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে মামলার তদন্তভার হস্তান্তর করা হয়। মামলাটির তদন্তে তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র নারায়ণগঞ্জ জেলা ইন্সপেক্টর মো আতাউরসহ ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপে অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডস এন্ড বেভারেজ লিমিটেডের কারখানার ছয়তলার একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে কারখানার ৫২ জন শ্রমিক-কর্মচারী নিহত হয়। এ ঘটনায় জেলা প্রশাসকসহ তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মতামত দিন