সোমবার বিকেল ৪টার দিকে তিনি রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন
করোনাভাইরাসের টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন। এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।
এ হাসপাতাল থেকে মডার্নার টিকা টিকা নিয়েছেন খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধনের পরে ১৮ জুলাই খালেদা জিয়ার মোবাইলে টিকা গ্রহণের জন্য এসএমএস আসে।
৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন গত ১১ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত হন এবং ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে ভর্তির একদিন পর খালেদার চিকিৎসার জন্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ার ২৭ দিন পর দিন গত ৮ মে তিনি সুস্থ হন।
গত ১৯ জুন কোভিড সংক্রমণ এবং অন্যান্য শারীরিক জটিলতায় ৫৩ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরে আসেন খালেদা জিয়া।
গত বছরের ২৫ মার্চ একটি নির্বাহী আদেশের মাধ্যমে করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে খালেদা জিয়াকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তির আদেশ দেয় সরকার।
মতামত দিন