১শ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাসুমকে আটক করা হয়
পিরোজপুরে উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথসহ মাসুম খান (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
রবিবার (১৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৮।
আটক মাসুম পিরোজপুর জেলা সদরের ওধনকাঠী এলাকার মৃত মতিউর রহমান খানের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল পিরোজপুর জেলার সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১শ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাসুমকে আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মতামত দিন