এ নিয়ে এখন পর্যন্ত সিনোফার্মের ৪১ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছাল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছেছে চীন থেকে কেনা সিনোফার্ম উৎপাদিত করোনাভাইরাসের ১০ লাখ ডোজ ভ্যাকসিন। এ নিয়ে এখন পর্যন্ত সিনোফার্মের ৪১ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছাল।
শনিবার (১৭ জুলাই) রাত ১১ টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভ্যাকসিনগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
টিকাগুলো বুঝে নিতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, আরেকটি বিশেষ ফ্লাইটে রাত ৩টায় আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছাবে।
এর আগে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান শনিবার এক ফেসবুক পোস্টে জানান, প্রথম চালানে ১০ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে একটি ফ্লাইট ৬ টা ৪৬ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ত্যাগ করেছে। দ্বিতীয় চালানে ১০ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে আরেকটি ফ্লাইট ৯ টা ৪৫ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ছাড়বে।
মতামত দিন