আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ'কে নির্দেশনা দেওয়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদযাত্রায় অনেক পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী পরিবহনের শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৭ জুলাই) নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “পরিবহন ও মালিকদের নিয়ম মেনে যাত্রী পরিবহন করতে হবে, তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ'কে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা নেবে।”
ওবায়দুল কাদের বলেন, “এবার শোকের মাসের প্রধান কর্মসূচি হচ্ছে অসহায়, খেটে খাওয়া, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মসজিদ-মন্দির-গীর্জা- প্যাগোডায় প্রার্থণার মধ্য দিয়ে শোকের মাসের কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করা হবে।”
তিনি বলেন, “গ্রামে গ্রামে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, অনেকে শহর থেকে ভাইরাস বহন করে গ্রামে নিয়ে যেতে পারেন, এতে গ্রামের মানুষ আক্রান্ত হতে পারেন। এমতাবস্থায় সকলকে সচেতন থাকতে হবে এবং ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।”
মতামত দিন