মৃত গরু কিনে জবাই করে বিভিন্ন স্থানে বিক্রির জন্য মাংস সরবরাহ করা হয়
পাবনার ঈশ্বরদীতে রাতে মৃত গরুর মাংস বিক্রির দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত মো. অনি হোসেন অনিক (২৫) উপজেলার সাহাপুর ইউনিয়নের আজ্জলতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে এক গরু ব্যবসায়ী বেশ কয়েকটি গরু বিক্রি করার জন্য ঢাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় উপজেলার মুন্নার মোড় এলাকায় পৌঁছালে অসুস্থ হয়ে একটি গরু মারা যায়। পরে স্থানীয় কসাই অনিক মরা গরুটি কিনে নিয়ে রাতেই জবাই করে কয়েকজনের মাধ্যমে ওই মৃত গরুর মাংস বিভিন্ন স্থানে সরবরাহ করে। খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঈশ্বরদী থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মৃত গরুর মাংস জব্দ করেন। এবং ওই কসাইকে আটক করে থানায় নিয়ে আসেন।
এরপর পুলিশ শনিবার দুপুরে অনিককে নির্বাহী হাকিম ও ইউএনও ইমরুল কায়েসের কাছে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ঈশ্বরদী থানার এসআই রবিউল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে অনিককে গ্রেফতার করে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার আব্দুর রশিদ জানান, দুপুরে ইউএনও কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। অনিক আদালতের কাছে অপরাধ স্বীকার করে।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাদিউল ইসলাম বলেন, “ভ্রাম্যমাণ আদালত রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত যুবকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।”
মতামত দিন