দেশের অক্সিজেন ঘাটতি কমাতে গত ২৫ দিনে ভারত থেকে আমদানি হয়েছে এক হাজার ৯৮০ মেট্রিক টন অক্সিজেন
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে অক্সিজেন আমদানি বেড়েছে। দেশের অক্সিজেন ঘাটতি কমাতে গত ২৫ দিনে ভারত থেকে আমদানি হয়েছে এক হাজার ৯৮০ মেট্রিক টন অক্সিজেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান।
শনিবার (১৭ জুলাই) ইংরেজি দৈনিক ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক বলেন, "করোনাভাইরাসের এই মহামারিতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় ২১ এপ্রিল অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। পরবর্তীতে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকায় পুনরায় অক্সিজেন রপ্তানির অনুমতি দেয়।"
এদিকে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় এবং অক্সিজেনের চাহিদা বাড়তে থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি বেড়েছে বলে জানিয়েছেন বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।
গত বৃহস্পতিবার (১৫ জুলাই) ১৯৫ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে স্পেকট্রা, লিন্ডে অক্সিজেন ও ইসলাম অক্সিজেন। ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত এক হাজার ৯৮০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ১১০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হচ্ছে।
মতামত দিন