বিশ্বের অন্যান্য দেশের সাথে কোভিড-১৯ টিকা ভাগাভাগি করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব টিকা বাংলাদেশে পাঠানো হচ্ছে
কোভ্যাক্সের আওতায় মডার্নার তৈরি আরও ৩৫ লাখ ডোজের একটি চালান বাংলাদেশে আসছে আগামী সোমবার। বিশ্বের অন্যান্য দেশের সাথে কোভিড-১৯ টিকা ভাগাভাগি করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব টিকা বাংলাদেশে পাঠানো হচ্ছে।
শুক্রবার (১৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
তিনি রয়টার্সকে জানান, কোভ্যভ্যাক্সের আওতায় মডার্নার তৈরি টিকা বাংলাদেশ ও ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ২০ লাখ ডোজ টিকা ইউক্রেনে পাঠিয়ে দেয়া হয়েছে। নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে উভয় দেশের বৈজ্ঞানিক দল এবং নীতিনির্ধারণী কর্তৃপক্ষ একত্রে কাজ করছেন।
কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশ ইতিমধ্যে মডার্নার টিকার ২৫ লাখ ডোজ পেয়েছে। গত ২ জুলাই রাতে দুই দফায় ২৫ লাকহ ডোজ ভ্যাকসিন দেশে পৌছায়। এসময় মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি বাংলাদেশের জনগনের জন্য উপহার। গত পাঁচ দশক ধরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার।
মতামত দিন