বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে ফেনী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ
কারাদণ্ডের ভয়ে দীর্ঘ ২৪ বছর পালিয়ে ছিলেন ফেনীর পরশুরামের বেলাল হোসেন (৬০)। ১৯৯৭ সালে চোরাকারবারির মামলায় তাকে সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। অবশেষে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে ফেনী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ইংরেজি দৈনিক ডেইলি স্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাড়ে সাত বছরের কারাদণ্ডের ভয়ে তিনি দীর্ঘ ২৪ বছর পালিয়ে ছিলেন। বেলাল হোসেন পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ১৯৯৬ সালে চোরাকারবারির ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৭ সালে বিশেষ ট্রাইব্যুনাল আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাত বছর ছয় মাসের কারাদণ্ড দেন। এর আগেই ওই ঘটনায় গ্রেফতার হয়ে জামিনে ছাড়া পেয়েছিলেন বেলাল। রায় ঘোষণার পর আত্মসমর্পণ না করে তিনি পলাতক ছিলেন। গতকাল (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফেনী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন বলেন, “আসামিকে ফেনী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
মতামত দিন