মহাসড়কের করটিয়া থেকে এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে
১৪ দিনের কঠোর নিধিনিষেধ শেষে গণপরিবহন চালু হওয়ার প্রথম দিনেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে যানজটের সৃষ্টি হয়।
এই মহাসড়কের করটিয়া থেকে এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন এ সড়কে যাতায়াতরত সাধারণ যাত্রীরা।
একাধিক যানবাহনের চালকরা জানান, মহাসড়কের করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী যানজটের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যেই আবার যানজট ছেড়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও ধীরগতির সৃষ্টি হচ্ছে। গণপরিবহন চালু হওয়ায় সড়কে যাত্রীদের যাতায়াত বেড়েছে। এজন্য মহাসড়ক আগের রূপেই ফিরে আসতে শুরু করেছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, “বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় গত রাতে ৩টি গাড়ি বিকল হয়৷ এসব গাড়িগুলো সরিয়ে নিতে দেরি হয়। এছাড়া, মহাসড়কে যানবাহনের যানবাহনের চাপ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে৷”
মতামত দিন