রবিবার (১১ জুলাই) দুপুরে শ্রীমঙ্গলের নতুনবাজার এলাকা থেকে উদ্ধার করা হয় সাপটি
উদ্ধারের পর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে বিলুপ্ত প্রজাতির মৃদু বিষধর সাপ “আইড ক্যাট।” এর আগে রবিবার (১১ জুলাই) দুপুরে শ্রীমঙ্গলের নতুনবাজার এলাকা থেকে উদ্ধার করা হয় সাপটি।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, গতকাল দুপুরের দিকে বিলুপ্ত প্রজাতির সাপ আইড ক্যাট শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজার কসাই খানা এলাকায় দেখতে পায় স্থানীয়রা। এসময় তারা সাপটিকে মেরে ফেলতে এগিয়ে যান। পরে এক ব্যক্তি ফোন করে তাকে জানায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করেন।
তিনি আরও জানান, প্রায় বিলুপ্ত প্রজাতির এই সাপ আগে অনেক দেখা যেত। উদ্ধার করা এই সাপটি লম্বায় প্রায় সাড়ে তিন ফুট। গায়ের রঙ হালকা গোলাপি। শরীরে চমৎকারভাবে সাদাকালো ডোরাকাটা দাগ রয়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপটিকে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন লাউয়াছড়া বিট কর্মকর্তা আনিসুর রহমানসহ অনেকে।
মতামত দিন