কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৮৮ জন
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জন ও উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন। একই সময়ে ৮৯২টি নমুনা পরীক্ষা করে ২৪৫ জনের কোভিড শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৪৭%।
রবিবার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যু ও শনাক্ত হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, “মারা যাওয়া ১৮ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।”
তিনি জানান, সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৮৮ জন। গতকাল ছিলেন ২৬৮। সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩,৫৫২ জন।
মতামত দিন