৮১.৯১% সাংবাদিক বিশ্বাস করেন যে রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনায় দেশে অনুসন্ধানী সাংবাদিকতার পথ সংকুচিত করে দিতে পারে
বাংলাদেশের ৯৩ শতাংশ সাংবাদিক মনে করেন, সরকারি আমলারা জনগণের তথ্য গোপন ও ক্ষমতা প্রদর্শনে আগের তুলনায় বেশি বেপরোয়া হয়ে উঠেছে। গণমাধ্যমের স্বাধীনতা এবং দেশের সাংবাদিকদের অধিকারের সংশ্লিষ্ট তিনটি প্রশ্নের মাধ্যমে দৃকনিউজের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছয় ঘণ্টা আটকে রাখা হয়। এরপর এক রাত শাহবাগ থানায় রেখে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা দেওয়া হয়। দৃকনিউজ এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে জরিপটি পরিচালনা করে।
জরিপটিতে দেখা গেছে, ৮১.৯১% সাংবাদিক বিশ্বাস করেন যে রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনায় দেশে অনুসন্ধানী সাংবাদিকতার পথ সংকুচিত করে দিতে পারে। এছাড়া ৮৯.৪% সাংবাদিক মনে করেন সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিতে মালিকপক্ষের প্রচেষ্টা যথেষ্ট নয়। অংশগ্রহণকারীদের মধ্যে জেলা-উপজেলাভিত্তিক সাংবাদিক ছিলেন ১৭% সাংবাদিক রোজিনার কারাবাসের মধ্যে সমীক্ষার তথ্য সংগ্রহ করা হয়।
প্রসঙ্গত, বুধবার (৮ জুলাই) দৃকনিউজের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত ওই সমীক্ষায় ৫৫ টি সংস্থার মোট ৯৪ জন সাংবাদিক অংশ নিয়েছিলেন। উত্তরদাতাদের মধ্যে ৮৩.৯৭% ছিলেন ঢাকার। তাদের মধ্যে ৬৮ শতাংশের কমপক্ষে ১০ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে। অনলাইন ও সশরীর—দুভাবেই সাংবাদিকরা তাদের মতামত দিয়েছেন।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দৃকনিউজের ওই জরিপের জন্য দেওয়া সাক্ষাতকারে ৯২.৬% সাংবাদিকই আমলা সম্পর্কিত প্রশ্নে ইতিবাচকভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
মতামত দিন