ময়মনসিংহ জেলায় বেড়েছে করোনাভাইরাস শনাক্তের হারও
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার (৭ জুলাই) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।
ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, “করোনা ইউনিটে বুধবার সকাল ১০ টা পর্যন্ত ভর্তি আছেন মোট ৩৮১ জন৷ এর মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।
এদিকে, ময়মনসিংহ জেলায় বেড়েছে করোনাভাইরাস শনাক্তের হারও। সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩৬দশমিক ৫৮ শতাংশ।
মতামত দিন