প্রায় দেড় মাস আগে সৌদি আরব থেকে স্ত্রী দেশে ফিরে আসার পর তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সৌদি ফেরত ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত ১টার এ হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধুর নাম পারভিন আক্তার (৩৫)। তিনি মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান।
জানা গেছে, প্রায় ৭ বছর আগে পারভিনের সঙ্গে তার খালাতো ভাই তকদির হোসেনের (৪০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই তকদির শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে। এরইমধ্যে তাদের দুটি সন্তান জন্ম হয়। পরবর্তীতে আর্থিক সচ্ছলতার জন্য কয়েক বছর পর পারভিন সৌদি আরবে যান।
প্রায় দেড় মাস আগে পারভিন সৌদি থেকে দেশে ফিরে আসে। দেশে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। মঙ্গলবার রাতে পারভিন তার দুই সন্তানকে নিয়ে ঘুমাতে যান। সকালে তার সন্তানদের চিৎকারে ঘুম থেকে উঠে তার মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা।
মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
পুলিশ ঘটনাস্হল পরির্দশন করেছে জানিয়ে তিনি আরও বলেন, “ঘটনাস্হল থেকে রক্তমাখা বালিশসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।” ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মতামত দিন