চিকিৎসাধীন অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের বিভাগীয় অতিরিক্ত পরিচালক আল হেলা হাফিজুর রহমানের মৃত্যু হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বাকি ৪ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের বিভাগীয় অতিরিক্ত পরিচালক আল হেলা হাফিজুর রহমানের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসে মৃত ৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ৪ জন এবং নেত্রকোনা ও গাজীপুরের ১ জন করে রয়েছেন।
এছাড়া, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৪২ জন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন ১৯ জন। হাসপাতালে রোগীর আধিক্যে দেখা দিয়েছে শয্যা সংকট।
এদিকে, জেলায় নতুন করে আরো ২২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার নমুনা পরীক্ষার ৩১ শতাংশ, যা গতকালের চেয়ে ৭ শতাংশ বেশি।
মতামত দিন