বনবিভাগের দাবি জমিটি গেজেটভূক্ত আর স্থানীয়দের দাবি জমির মালিকানা নিয়ে মামলা চলমান রয়েছে
দিনাজপুরের বিরলের ধর্মপুর বনবীটে বিরোধপূর্ণ জমিতে বৃক্ষরোপন করতে গিয়ে বনবিভাগের কর্মী ও শ্রমিকদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে।
বনবিভাগের দাবি জমিটি গেজেটভূক্ত আর স্থানীয়দের দাবি জমির মালিকানা নিয়ে মামলা চলমান রয়েছে।
ধর্মপুর বনবীটের বীট অফিসার সাদেকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর বনবীটে ধর্মপুর (কৈকুড়ী) মৌজার ৮০৯ ও ৮৩৫ দাগে গেজেটধারী প্রায় ৩০ একর জমিতে বনবিভাগের কর্মী ও শ্রমিকেরা বৃক্ষরোপন করতে যায়। এসময় স্থানীয় কিছু লোকজন বৃক্ষরোপনে বাঁধা প্রদান করে। তাদের মারপিটে বনবিভাগের ৭ জন কর্মী ও শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, অনেক আগে থেকে এ জমিতে ফসল আবাদ করে আসছেন তারা। বনবিভাগের সাথে জমি নিয়ে মামলা বিচারাধীন আছে। হঠাৎ লোকজন এসে বৃক্ষরোপন করতে গেলে তারা জমির খাজনা-খারিজ ও উচ্চ আদালতের আদেশ উপস্থাপন করে। কিন্তু বীট কর্তৃপক্ষ কাগজের তোয়াক্কা না করে হামলা চালায় বলে অভিযোগ তাদের। এতে স্থানীয়দের ৩ জন আহত হয় বলে জানান তারা। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
মতামত দিন