২০১৭ থেকে ২০২০ পর্যন্ত দেশে ২৯টি ডলফিন মারা গেছে
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কার্পজাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদীর সঙ্গে সংযুক্ত চানখালী খালে মৃত একটি ডলফিন পাওয়া গেছে। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে মৃত ডলফিনটি উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়। মৃত এই ডলফিনটি আইওসিএন কর্তৃক বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে চিহ্নিত।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন বলেন, “খবর পেয়ে চানখালী ব্রিজের নিচে খালে ভাসমান মৃত ডলফিনটি উদ্ধার করি আমরা। হালদা রিভার রিচার্স ল্যাবরেটরির পরামর্শ অনুযায়ী ডলফিনটির শরীরের ছবি তুলে আপাতত মাটিচাপা দিয়েছি।”
হালদা গবেষক অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, “প্রায় সাড়ে ৭ ফুট দীর্ঘ মেয়ে ডলফিনটির ওজন ১২০ কেজি। ধারণা করা হচ্ছে বয়স পরিপূর্ণ হওয়ায় ডলফিনটির এটি স্বাভাবিক মৃত্যু।”
তিনি আরও বলেন, ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত দেশে ২৯টি ডলফিন মারা গেছে। ২০২১ সালে এটিই প্রথম ডলফিনের মৃত্যু। একসময় হালদায় ১৬৭ টি ডলফিন থাকলেও বর্তমানে এ সংখ্যা ১২৬।
মতামত দিন