ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যেখানে বাড়ির মালিকের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে তার মা
বরগুনা শহরের কলেজ সড়ক এলাকায় ৮ম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে বাসার বাথরুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মেয়েটির ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যেখানে বাড়ির মালিকের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে তার মা।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এলাকাবাসী উত্ত্যক্তকারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।”
তদন্ত করে আত্মহত্যার কারণ ও প্ররোচণার বিষয়টি জানা গেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।
বরগুনা সদর সার্কেল এ এসপি মেহেদী হাসান বলেন, “আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। এ বিষয়ে সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।”
মতামত দিন