হাটের ক্রেতা কিংবা বিক্রেতা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। খোলা রয়েছে স্থানীয় দোকান-পাট, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। লকডাউনের মধ্যেও জামালপুরের ইসলামপুর উপজেলায় বসেছে গরুর হাট। আর হাটের ক্রেতা কিংবা বিক্রেতা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি।
সরেজমিন দেখা গেছে, শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার নাপিতেরচর ও শনিবার (৩ জুলাই) বিকেলে পৌর শহরের ধর্মকুড়া ও গাইবান্ধা গরুর হাট বসেছে। সেখানে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যেও দেখা যায়নি সামাজিক দূরত্ব মানতে। এছাড়া উপজেলার পোড়ারচর, কান্দারচর, পচাবহলা, সিরাজাদাবাদ, ডিগ্রিরচর, টানাব্রিজ, ঝগড়ারচর, মলমগঞ্জ, কুলকান্দী, কড়ইতলা, হাড়গিলা, কাজলা একতা, কাঠমা জনতা বাজারসহ বিভিন্ন বাজারে ক্রেতা ও বিক্রেতা কেউই মানছে না স্বাস্থ্যবিধি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন প্রচার প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ। প্রশাসনের অভিযানের কথা শুনলেই মাস্ক পরাসহ অন্য বিষয়ে সচেতন হয়ে উঠলেও প্রশাসনের লোকজন ফিরে গেলে আবার অসেচতন হয়ে পড়ছেন তারা। লকডাউনেও খোলা রয়েছে স্থানীয় দোকান-পাট, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান। আর এসব প্রতিষ্ঠানেরও কেউ সঠিক ভাবে স্বাস্থ্যবিধি মানছেন না।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মাজহারুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে বাজার করাসহ দৈনন্দিন জীবনে সব ধরনের কাজকর্ম করতে জনগণকে সচেতন করে যাচ্ছি। লকডাউন বাস্তবায়নে নিয়মিত কাজ করে যাচ্ছি ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত রয়েছে।
মতামত দিন