মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমানকে জেলার করোনাভাইরাস পরিস্থিতি ও লকডাউন কার্যক্রমের বাস্তবায়ন সম্পর্কে অবহিত করেন পিরোজপুরের জেলা প্রশাসক
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান লকডাউন বাস্তবায়নে সারাদেশের মত পিরোজপুরেও জেলা প্রশাসন ও পুলিশের সাথে কাজ করছে সেনাবাহিনী । শনিবার (৩ জুলাই) পিরোজপুরে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন শেখ হাসিনা সেনানিবাসের সাত পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমান।
পিরোজপুরের জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী সহ জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা এসময়ে তার সাথে ছিলেন।
পরিদর্শনকালে মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমানকে জেলার করোনাভাইরাস পরিস্থিতি ও লকডাউন কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কে অবহিত করেন পিরোজপুরের জেলা প্রশাসক।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন বাস্তবায়নে পিরোজপুরে ৪ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
মতামত দিন