পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩ জুলাই) সকালে উপজেলার বালিপাড়ার বটতলা গ্রামের আবুল কালাম হাওলাদারের ঘর থেকে তার মেয়ে মারজিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার গত বেশ কিছুদিন ধরে অনলাইনে ক্লাশ করার জন্য স্মার্ট ফোন কিনে দিতে পরিবারের ওপর চাপ দিতে থাকে। কিন্তু ফোন কিনে না দেওয়ায় অভিমানে সে নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুনকবির জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
মতামত দিন