২০২০ সালের মার্চ থেকে এসব ফি মওকুফ করা হয়েছে
শিক্ষা কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে পরিবহন ও আবাসিক ফি দিতে হবে না। ২০২০ সালের মার্চ থেকে এসব ফি মওকুফ করা হয়েছে। এছাড়া যারা ইতোমধ্যে পরিশোধ করেছেন তাদের এসব ফি পরবর্তীতে সমন্বয় করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সিদ্ধান্ত ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে। এর মধ্যে যারা এই ফি পরিশোধ করেছেন তা যথাসময়ে সমন্বয় করা হবে।
বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক দপ্তর সূত্রে জানা গেছে, এসব ফি আদায় হলে বিশ্ববিদ্যালয়ের আয় দাঁড়াত ৪ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৮৮ টাকা। যার মধ্যে পরিবহন ফি ৩ কোটি ৭৮ লাখ টাকা এবং সিট ভাড়া ৪৬ লাখ ৪৪ হাজার ৮৮ টাকা।
মতামত দিন