মঙ্গলবার (২৯ জুন) আইইডিসিআরের এক গবেষণা প্রতিবেদনে উঠে আসে এ তথ্য
করোনাভাইরাসে আক্রান্তদের ভেতর নমুনা পরীক্ষা করে গত দুই মাসে ৮০ শতাংশের দেহে “ডেল্টা ভেরিয়েন্ট” পাওয়া গেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (২৯ জুন) এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে আইইডিসিআর।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর এ প্রসঙ্গে বলেন, “মে ও জুন মাসে জিনোম সিকোয়েন্সিং করে ৮০% মানুষের মধ্যে ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গেছে।” এরমধ্যে ১০ থেকে ১২% দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্ট।
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনার এ ধরনটির নাম দিয়েছে “ডেল্টা ভেরিয়েন্ট”। গত বছর অক্টোবরে ভারতে প্রথমে কোভিডের এ ধরনটি শনাক্ত হয়।
মতামত দিন