‘ডিজাইন ফ্যাশন’ নামে একটি ফেসবুক পেইজ খুলে দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন
ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে গাজীপুর মেট্রাপলিটন পুলিশ (জিএমপি’র) টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রবিবার (২৭ জুন) রাতে রাজধানীর পল্লবী ইষ্টার্ন হাউজিং এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে সোমবার (২৮ জুন) দুপুরে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গাজীপুর মেট্রাপলিটন পুলিশ (জিএমপি’র) উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার করফা আতশড়া গ্রামের কামাল গাজীর মেয়ে অন্তরা খানম (২২) ও তার ভাই কারিমুল গাজী (২৬)।
জিএমপি’র উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, অন্তরা খানম ‘ডিজাইন ফ্যাশন’ নামে একটি ফেসবুক পেইজ খুলে দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। এ কাজে সহযোগিতা করেন তার ভাই কারিমুল গাজী। চক্রটি ফেসবুক পেইজে লোভনীয় অফার দিয়ে বিভিন্ন সময়ে ধামাকা অফার দেন। পণ্যের মূল্য বাবদ অগ্রীম ৫০ শতাংশ টাকাও পরিশোধ করতে বলা হয় ক্রেতাদের। কিন্তু শেষ পর্যন্ত কোনো কোন পণ্যই তারা ক্রেতাদের সাপ্লাই দিতে পারে না। অনেক ক্ষেত্রে কাউকে পন্য দিলেও দেওয়া হয় কমদামী পণ্য।
তিনি আরো বলেন, অনলাইনে পণ্য ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতারা। পণ্যের ডেলিভারি চার্জ কিংবা অগ্রীম টাকা পরিশোধ করার পর পণ্য সরবরাহ না করার মতো ঘটনা ঘটছে অহরহ। অনেক সময় কাস্টমারদের জোর করে নকল পণ্য বুঝিয়ে দেয়া হয়।
মতামত দিন