গত শনিবার কারখানার ডিউটি শেষে ময়না বাড়ির মালিককে জানায়, সে তার এক বান্ধবীর বাসায় যাচ্ছে
গাজীপুরে শ্রীপুরের একটি বাঁশঝাড় থেকে ময়না বেগম(৩২) নামের এক পোশাক শ্রমিক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) দুপুরে গাড়ারন গ্রামের নাজিম উদ্দিনের বাড়ির পাশের বাঁশঝাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন লাশ উদ্ধারের সত্যাতা নিশ্চিত করেছেন।
নিহত ময়না বেগম পাবনার ঈশ্বরদী উপজেলা এলাকার আসাদের স্ত্রী।
ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের ফারুক হোসেনের বাড়ির ভাড়াটিয়া ময়না বেগম হ্যামস পোশাক কারখানায় অপারেটর পদে চাকুরি করতেন। গত শনিবার কারখানার ডিউটি শেষে ময়না বাড়ির মালিককে জানায়, সে তার এক বান্ধবীর বাসায় যাচ্ছে। এরপর গত দুদিনেও সে বাসায় ফিরে আসেনি। দুপুরে এলাকাবাসী গাড়ারন গ্রামের নাজিম উদ্দিনের বাড়ির পাশের বাঁশঝাড়ের ভেতর ময়নার লাশ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এসময় লাশের পাশ থেকে নিহতের ভ্যানিটি ব্যাগ ও অফিসের পরিচয় পত্র (আইডি কার্ড) উদ্ধার পাওয়া যায়।
লাশটি পঁচে ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশটি বাঁশঝাড়ে ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন